Duration 1:4:46

পর্ব ৯ | আল-ফারুক | খলিফা হিসেবে উমার রাদিয়াল্লা'আনহু | Raindrops Media

45 217 watched
0
1.1 K
Published 30 Jan 2021

আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন মৃত্যু শয্যায়। তিনি সাহাবিদের ডেকে বললেন, ‘আমার সময় শেষ হয়ে আসছে। তোমরা আমাকে যে বাইয়াত দিয়েছো, সেই খিলাফতেরও অবসান আসন্ন। আমি চাই আমার মৃত্যুর আগেই তোমরা মুসলিমদের জন্য নতুন খলিফা নির্ধারণ করো!’ সম্ভাব্য খলীফা হিসেবে কে সর্বাধিক উপযুক্ত - এ ব্যাপারে সাহাবারা নিজেদের মধ্যে আলোচনা শেষ করে আবু বকরের দ্বারস্থ হলেন, কারণ তিনিই তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী, বুদ্ধিমান এবং প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন। তারা এসে বললেন, ‘এ বিষয়ে আমরা আপনার মতামতকেই অগ্রাধিকার দেই।’ আবু বকর তাঁর ফয়সালা জানানোর জন্য কিছুটা সময় চেয়ে নিলেন। কয়েকজন বিশিষ্ট সাহাবীর কাছ থেকে পরামর্শ নিলেন। তিনি আব্দুর রাহমান ইবন আওফ রা-কে জিজ্ঞেস করলেন, ‘উমারের ব্যাপারে আমাকে কিছু বলো।’ উত্তরে বললেন, “উমার রা-এর ব্যাপারে আপনি আমার চেয়ে ভালো জানেন।’ এরপরও তিনি তাঁর মতামত জানতে চাইলেন। আব্দুর রাহমান ইবন আওফ বললেন, ‘উমার সম্পর্কে যা ধারণা করা হয়, তিনি তারচেয়েও উত্তম ব্যক্তি।‘ এরপর আবু বাকর আব্দুর রাহমানকে এই কথোপকথোনের ব্যাপারটি গোপন রাখতে বললেন। একইভাবে আরও কয়েকজন বিশিষ্ট সাহাবীর মতামত নেয়া হলো, যাদের মধ্যে ছিলেন উসমান ইবনু আফফান, উসাইদ ইবনে হুদাইর রা। সকলেই উমারের প্রশংসা করলেন। কিন্তু উহুদের ‘জিন্দা শহীদ’ তালহা ইবনু উবায়দুল্লাহ রা. ভিন্ন কিছু ভাবছিলেন। তিনি ভাবছিলেন উমার তো কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষ। এমনকি তিনি আবু বকরকেও এই প্রশ্ন ছুঁড়ে দিলেন, ‘আবু বকর! কিয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, কেন আপনি এরকম কঠিন হৃদয়ের ব্যক্তিকে পুরো উম্মাহর দায়িত্বে নিযুক্ত করেছিলেন? সেদিন আপনি আল্লাহর কাছে কী জবাব দিবেন?” এ কথা শুনে রোগে কাতর মৃত্যুশয্যা থেকেও আবু বকর দ্রুত সোজা হয়ে উঠলেন। তিনি দৃঢ় কন্ঠে জবাব দিয়ে বলেছিলেন, ‘আল্লাহকে সাক্ষী রেখে তুমি কি আমাকে হুমকি দিচ্ছো? তবে শুনে রাখো, শেষ বিচারের দিন আল্লাহকে আমি বলবো, আমি এই উম্মাহর শ্রেষ্ঠ মানুষকেই খলিফা নিযুক্ত করেছিলাম!’ আজকে প্রকাশিত হচ্ছে আল-ফারুক সিরিজের ৯ম পর্ব। এই পর্বে বিস্তারিতভাবে এসেছে, খলিফা হিসেবে উমার রাদিয়াল্লাহু আনহু-র নিয়োগপ্রাপ্তির ঘটনা, একইসাথে তাঁর ‘কঠিন’ ব্যক্তিত্বের নিচে যে কোমল ও মমতাময় এক মানুষ লুকিয়ে ছিল, সেই মানুষকেও আমরা গভীরভাবে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। একই সাথে আরও রয়েছে, খলিফা হবার পর উমার রা. যে মহামূল্যবান ভাষণ দিয়েছেন, সেটা নিয়ে আলোচনা ও তাঁর সরকারের বৈশিষ্ট্য। ডাউনলোড লিংক- অডিওম্যাক - https://tinyurl.com/yxpremt3 হিয়ারদিস - https://tinyurl.com/y4kdxehk আর্কাইভ - https://tinyurl.com/y6z74rwq

Category

Show more

Comments - 58